নিলয় হত্যায় এবার ইইউ’র নিন্দা

0

সিটিনিউজবিডি : ব্লগার নিলয় নীল হত্যাকাণ্ডকে ‘জঘন্য’ উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের ২৮ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন‍ (ইইউ)।

রোববার (০৯ আগস্ট) ইউউ’র ঢাকার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। একই সঙ্গে নিহত নিলয়ের স্ত্রী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানায় ইইউ।

বিবৃতিতে বলা হয়, গত ছয় মাসের কম সময়ে এটি চতুর্থ বর্বর হত্যাকাণ্ড। এসব ঘটানা স্পষ্ট প্রমাণ করে অপরাধীরা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়। কিন্তু ইতিহাস বলছে, বাংলাদেশের জনগণ ভয়-ভীতি প্রদর্শনকে সহ্য করে না।

বিবৃতিতে ব্লগার নিলয় হত্যাকাণ্ডসহ এসব ঘটনার সঙ্গে জড়িততের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান ইউরোপীয় ইউনিয়ন‍।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় ১৬৭ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে ঢুকে ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নিলয় নীলকে (৪০) খুন করেছে দুর্বৃত্তরা। নিহত নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুরে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.