উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান

0

চন্দনাইশ প্রতিনিধিঃ নির্বাচনী প্রতীক পেয়ে চন্দনাইশের প্রতিটি অঞ্চলে নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকাল থেকে মাইকিং, মিছিল, সমাবেশের মাধ্যমে পুরো নির্বাচনী এলাকায় নির্বাচনী আমেজ পরিলক্ষিত হচ্ছে।

গতকাল বিকালে আ.লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে কাঞ্চননগরস্থ তাঁর নিজ বাড়ির উঠানে যুবলীগ ও সুধী সমাবেশে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীদের সংগঠন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন, দুর্নীতিবাজ সংগঠন, আগুন সন্ত্রাস, এতিমের টাকা আত্মসাৎকারী, বঙ্গবন্ধুকে হত্যাকারী, জাতীয় চার নেতা খুনিদের পক্ষ অবলম্বন করেছেন একটি পক্ষ।

তারা জোটবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় নির্বাচনের মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচিত করেছে। আগামী নির্বাচনে বর্ণচোরা রাজনীতিবিদরা জনগণের রায়ে প্রত্যাখ্যাত হবে বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, চন্দনাইশে বিগত ৫ বছরে যে উন্নয়ন হয়েছে, তা পূর্বের ২১ বছরের চেয়েও অনেক বেশী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নসহ স্বাস্থ্য, সড়ক, ব্রিজ, কালভার্ড স্থাপনের মধ্য দিয়ে এলাকাকে এগিয়ে নিয়ে গেছে।

সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এড. আসহাব উদ্দিন ও যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলমের সভাপতিত্বে এ সকল সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবদুল মাবুদ চৌধুরী মাহাবুব, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ন.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারতি চৌধুরী, মাস্টার আহসান ফারুক, শেখ টিপু চৌধুরী, মাস্টার আজিজুল হক চৌধুরী, গোলাম মোস্তফা, অধ্যক্ষ হামিদুর রহমান, টিকে চক্রবর্তী, শাহাদাত হোসেন চৌধুরী জসীম, এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.