‘ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে’

0

সিটিনিউজবিডি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।’
খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি, কালচার ও অধিকার প্রতিষ্ঠায় দেশের সাংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদিত হয়েছে। এ ধরনের আইন পৃথিবীর বহু দেশে রয়েছে।’

সকালে প্রধান বিচারপতি খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল আদালত পরিদর্শন এবং বিচার কাজ পর্যবেক্ষণ করেন। বিকেলে তিনি খাগড়াছড়ি সার্কিট হাউজে জজশিপের জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আশুতোষ চাকমা ও সাবেক বারের সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মেহনাজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা-১ মোহাম্মদ মোশারফ হোসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.