পটিয়ায় সংবাদকর্মীদের সাথে সনাক টিআইবি’র মতবিনিময় সম্পন্ন

0

সুজিত দত্ত, পটিয়া,সিটিনিউজ :  দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার উদ্যোগে স্থানীয় সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক সমন্বয় সভা গতকাল ২৬ আগষ্ট শনিবার বেলা ১২টায় থানা মোড়স্থ নোঙ্গর হলরুমে অনুষ্ঠিত হয়। সনাক সদস্য অজিত কুমার মিত্র এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় টিআইবি’র বিবেক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন।

স্থানীয় মিডিয়া কর্মীদের সাথে কার্যক্রমে সমন্বয় বাড়ানোর মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো গতিশীল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারি সাংবাদিকগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, এলজিইডি ও সাব-রেজিষ্ট্রি অফিসসহ পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোর সেবার মান বাড়াতে সনাক-টিআইবিকে আরো সক্রিয় হওয়ার আহবান জানান। সভায় বক্তারা সরকারি অফিসে দুর্নীতি কমানোর জন্য পটিয়ায় দুদকের গণশুনানী আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সনাককে অনুরোধ করেন।

সভায় অংশগ্রহণকারি সাংবাদিকগণ সনাক-টিআইবি’র দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সাথে সহমত পোষণ করেন এবং সবধরণের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণের হারুনুর রশিদ ছিদ্দিকী, দৈনিক জনতার সেলিম চৌধুরী, আমাদের সময় এর সুজিত দত্ত, দৈনিক ইনকিলাবের নুর হোসেন, মানবজমিনের শাহজাহান চৌধুরী, দৈনিক সমকালের আহমদ উল্লাহ, সঞ্জয় সেন, দৈনিক চট্টগ্রাম সংবাদ এর অরুণ নাথ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সভাপতি এস.এম.এ.কে জাহাঙ্গীর, সহ-সভাপতি শীলা দাশ, সদস্য যথাক্রমে নিত্যময় চৌধুরী, মোহাম্মদ সোলায়মান, মেহেরুন্নেছা বেগম, স্বজন সমন্বয়ক নুরুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, একাত্তর বাংলা টিভির পটিয়া প্রতিনিধি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া নিউজ ডট নেট এর এ.টি.এম, তোহা, দৈনিক জনকন্ঠের বিকাশ চৌধুরী, দৈনিক যুগান্তরের শফিউল আজম, আলোকিত বাংলাদেশের মু: গোলাম কাদের, মুক্তবাণীর ফারুকুর রহমান, দৈনিক কর্ণফুলীর মুহাম্মদ কামরুল ইসলাম, মানবকন্ঠের ওবাইদুল হক, খবরপত্রের আ.ন.ম. সেলিম উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ চট্টলার মুহিউদ্দিন মোহাম্মদ ওবাইদুল্লাহ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.