পবিত্র ক্বাবা শরিফের নতুন গিলাফ তৈরি সম্পন্ন

0

মোরশেদ রানাঃ ১৪৩৬ হিজরি সালের পবিত্র হজ্বের সময় বদলানোর জন্য পবিত্র ক্বাবা শরিফের নতুন গিলাফ বা কেসুয়া তৈরি কাজ সম্পন্ন হয়েছে।

জানা যায় ,   সৌদিআরবের পবিত্র মক্কা নগরীতে হাইকা কেসুয়াতুল ক্বাবা কিং আব্দুল আজিজ ফ্যাক্টরিতে ১৫০ জন কারিগর এক বৎসর যাবত নিয়মিত অত্যন্ত যত্ন সহকারে গিলাফ তৈরির কাজ সম্পন্ন করেন বলে  ।

গিলাফের চার টি অংশের প্রতি অংশ তিন স্তর করে বানান হয়, নিছের দুই অংশ ১৪ মিটার লম্বা এবং উপরের অংশ কিছু বেশি। ১৬ টি স্তরে বানানো ৪৫ মিটার লম্বা

পবিত্র গিলাফ তৈরি করতে ৭৫০ কেজি উন্নত মানের রেশমি সুতা, ২৫ কেজি রূপা,এবং ১২০কেজি স্বর্ণ দিয়ে সুরা এখলাস, ইয়া রহমানির রহিম, সহ পবিত্র কোরান শরিফের ভিবিন্ন আয়াত লিখা হয়।

জানা যায়,আগামি কিছু দিনের মধ্যে কারখানার পক্ষ থেকে গিলাফটি আনুষ্ঠানিক ভাবে কতৃপক্ষের নিকট  হস্তান্তর করা হবে ।ধারনা করা হচ্ছে পবিত্র গিলাফটি অনেক উন্নত এবং ব্যয় বহুল হবে।

উল্লেখ্য, প্রতি বৎসর পবিত্র হজের দিন (৯ জিলহজ) পবিত্র ক্বাবা শরিফের গিলাফ বা কেসুয়া বদলানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.