পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে র‌্যালি

0

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর উদ্যোগে ১৫ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বর হতে চেরাগী-আন্দরকিল্লা-লালদিঘী হয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিশাল র‌্যালি চট্টগ্রাম শহীদ মিনার চত্তর সমাপ্ত হওয়ার পর আলোচনা সভায় তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব নঈম উল ইসলাম বলেন, মুসলমানদের ঈমান ও চরিত্র হেফাজতের জন্য পবিত্র মাহে রমজানের মহামান্বিত আদর্শকে সকলের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে। যেহেতু নৈতিক অবক্ষয় আজ আমাদের জাতীয় জীবনের জন্য এক মহাসংকট। এই কারণেই আজ ব্যক্তি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং জাতীয় জীবনে এক কথায় শান্তি দূরীভূত হয়েছে। সর্বত্র চলছে অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলাসহ ভোগের প্রতিযোগিতা। বস্তুতপক্ষে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা জাতীয় দূর্যোগ হতে মুক্তি পেতে পারি। যেহেতু মাহে রমজানের সিয়াম সাধনা শুধু উপবাসে সীমাবদ্ধ নয়। প্রত্যেকের নিজ নিজ আত্মা ও মনকে সকল প্রকার গর্হিত কাজ হতে বিরাত রাখার নামই রোজা।

চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি জননেতা নঈম উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, আবদুল করিম সেলিম, নগর উত্তর যুবসেনার সভাপতি যুবনেতা জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক হাবিবুল মোস্তফা সিদ্দিকী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নগর উত্তর ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা ফোরকান রেজা। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সাবেক সহ সভাপতি ছাত্রনেতা মঈনউদ্দিন কাদেরী, চ.বি সেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মামুনুর রশিদ, নগর উত্তর ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ এহসান, মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ মঈনউদ্দিন কাদেরী, আদনান তাহসিন আলমদার, হাবিবুল্লাহ আরাফাত, মুহাম্মদ বাবর আলী, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আবদুস সাত্তার, মুহাম্মদ সরওয়ার আলম, মুহাম্মদ মাহমুদুল ইসলাম, মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ আবদুল ওয়াহেদ, এম এইচ আরমান, মুহাম্মদ সাব্বির হোসেন, আবু সায়েম কাইয়ুম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.