পর্যটক শূণ্য রাঙামাটি, হোটেল ব্যবসায় ধ্বস

0

সাইফুল উদ্দীন,রাঙামাটি,সিটিনিউজ :: পর্যটন শহর রাঙামাটিতে প্রতি বছর দুই ঈদকে কেন্দ্রে করে প্রচুর পর্যটকের সমাগম হয়।

তবে পাহাড় ধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোদমে চলাচল না হওয়ায় গেল  রমজানের ঈদে তেমন পর্যটক আসে নি।

এই কোরবানি ঈদেও তেমন কোন পর্যটকের দেখা নেই রাঙামাটিতে।

পাহাড়ধসের আঁছ এখনো কেটে উঠতে পারেনি বলে জানান হোটেল-মোটেলের ব্যবস্থাপকরা।

হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল’র ব্যবস্থাপক  সাইফুল ইসলাম বলেন, এবছর হোটেল ব্যবসায় একেবারে ধ্বস নেমেছে। ঈদকে ঘিরে পর্যটকের তেমন কোন দেখা নেই।

তিনি আরো বলেন, পাহাড়ধসের পর পর্যটকরা এখনও আতঙ্কিত। রাঙামাটিতে তারা আসতে চায়না।

টুরিস্ট বোর্ড চালক জামাল উদ্দিন বলেন, পর্যটন শহর রাঙামাটিতে প্রতিবছরই দুই ঈদকে কেন্দ্রে করে প্রচুর পর্যটকের সমাগম হয়।

তবে পাহাড়ধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোদমে চলাচল না হওয়াও গেল  রমজানের ঈদে তেমন পর্যটক আসেনি। এবারও পর্যটক দেখা যাচ্ছে না। এতে করে আমাদের লোকসান গুনতে হচ্ছে দ্বিগুণ।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, এই ঈদে অন্য বারের মত রুম বুকিং নেই। ঈদের দিন ১৫ টি মত বুকিং ছিলো।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বেরে যাওয়ায় ঝুলন্ত সেতু ডুবে গিয়েছে এজন্য পর্যটকদের আকর্ষণ কমে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.