পর্যটন সৃষ্টির পিছনে আলোকচিত্রীদের ভূমিকা অপরিসীম-ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : পোর্ট্রেট এর উদ্যোগে সম্প্রতি সার্সন রোডস্থ ফটো ব্যাংক গ্যালারীতে বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে আলোকচিত্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা ফরিদ মাহমুদ।

বিশিষ্ট আলোকচিত্রী মওদুদুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ সাংবাদিক দেব প্রসাদ দেবু, সিনিয়র সাংবাদিক এফবিসিসি স্ট্যান্ডিং কমিটির সদস্য নিরুপম দাশগুপ্ত, আন্তজার্তিক খ্যাতনামা আলোকচিত্রী শোয়েব ফারুকী,পাটশালার পরিচালক শওকত উল ইসলাম,চট্টগ্রাম ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাশেদ মাহমুদ,যুগ্ম সম্পাদক রাজেশ চক্রবর্তী,চট্টগ্রাম ফচোগ্রাফিক সোসাইটির সহ সভাপতি অনুজ বড়ুয়া,, বাসব শীল,পোর্ট্রেট উপদেষ্টা মিন্টু দাশ,মেজবাহ উল হক,আলোকচিত্রী কমল দাশ,সাইফুল ইসলাম,হাবীবুর রহমান মিটু,শেখ আদনান শুভ,শিল্পী শ্রীকান্ত আচর্য্য,প্রভাস দে,জামাল বশির,বিশ্বজিৎ দত্ত,চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সাধারন সম্পাদক অসীম চন্দ্র বাপ্পি,কানু চক্রবর্তী,পোষাক ডিজাইনার সালেহ রবি জন প্রমূক।

অনুষ্ঠানে বক্তরা বলেন বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট সৃষ্টি হয়েছে তার পিছনের আলোকচিত্রীদের ভূমিকা অপরিসীম। নীলগিরি,সাজেক কিংবা সিলেটের অনেক স্পট আছে যা আমরা আলোকচিত্রের মাধ্যমে দেখেছি।বর্তমানে এই পর্যটন স্পটগুলো খুবই জনপ্রিয়।বক্তরা এ ধরনের আয়োজনের জন্যে পোর্ট্রেট এর প্রশংসা করেন। সেমিনারের সঞ্চলনায় ছিলেন পোর্ট্রেট এর পরিচালক রূপম চক্রবর্তী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.