প্রশিক্ষণ বিমান বিধস্ত, পাইলট নিখোঁজ

0

সিটিনিউজবিডিঃ সোমবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমানটি বিধস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক নুর-ই আলম জানান, ‘সকাল সাড়ে দশটায় জহুরুল হক ঘাঁটি থেকে উদয়নের পর বেলা এগারোটা দশ মিনিটে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

‘বেলা বারোটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটি পতেঙ্গা উপকূল থেকে ছয় কিলোমিটারের মধ্যে বিধস্ত হতে পারে,’ বলেন তিনি। নুর-ই আলম আরও বলেন, ‘বিমানটির পাইলট এখন পর্যন্ত নিখোঁজ আছে। তার সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।’ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিমানটি যুদ্ধ বিমান হলেও এটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.