ফটিকছড়িতে দরিদ্রদের মাঝে সাদী’র ঈদ বস্ত্র বিতরণ

0

সিটি নিউজ ডেস্কঃ  ফটিকছড়ি উপজেলার ২ পৌরসভা ও ৮ ইউনিয়নের প্রায় ১ হাজার হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, সমাজসেবক সাদাত আনোয়ার সাদী।

গত রবিবার বিকালে তিনি উপজেলার বাগান বাজার, পাইন্দং, কাঞ্চননগর, ফটিকছড়ি পৌরসভা, সুন্দরপুর, সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, রোসাংগিরী, জাফতনগর, আব্দুল্লাহপুরের জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য ঈদ বস্ত্র সমূহ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, রোসাংগীরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিউল আলম, নুর ইসলাম মেম্বার, ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জসিম উদ্দিন,

বাগান বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মজিদ মাস্টার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, পাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবীবুল্লাহ চৌধুরী সাবু, সাধারন সম্পাদক মজাহারুল ইসলাম, সুয়াবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মুহাম্মদ হোসেন তালুকদার, কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির,

আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মাবুদ, মোঃ তৈয়ব মেম্বার, সুন্দরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জানে আলম, নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আবুল কালাম, জাফতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, নাজিরহাট পৌর যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী, মাওলানা শাহাজান, কৃষকলীগ নেতা আলী, জাবেদ ও ছাত্রনেতা হাসানুল করিম রাসেল প্রমুখ।

এ সময় সাদাত আনোয়ার সাদী বলেন, সমাজে ধনী-গরীবের মাঝে সাম্য প্রতিষ্টায় এবং হতদরিদ্রের মাঝে ঈদ আনন্দ কিছুটা হলেও ছড়িয়ে দিতে বিত্ত্বশালীদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে এগিয়ে আসা। এবং এর মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.