ফটিকছড়ি পৌরসভার ১৪কোটি টাকার বাজেট ঘোষণা

0

ফটিকছড়ি প্রতিনিধি  :       ফটিকছড়ি পৌরসভার চলতি ২০১৫-১৬ অর্থ বছরের ১৩কোটি ৮০লাখ ১৯হাজার ৪৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মো.ইসমাইল হোসেন ৬ আগস্ট বিকেলে পৌরসভা হলরুমে এক সুধী সমাবেশে উক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে অবকাঠামো ও উন্নয়ন মূলকখাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ ১০ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে ১০ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও সংস্থাপন খাতে ২৮ লাখ টাকা। অন্যান্য সংস্থাপন খাতে ২৩ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র ইসমাইল হোসেন বলেন, বিগত সময়ে তিনি এলাকার রাস্তা, ঘাট, স্কুল, মসজিদ, মন্দির, বাজারসহ সব কিছুতেই উন্নয়নের কাজ করা হয়েছে। আগামীতে তা আরো বেশি করা হবে। সেইসাথে তিনি মাদকমুক্ত পৌরসভা করতে মাদকের বিরুদ্ধে আরো কঠোর অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন। তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে যারা মাদকব্যবসা এবং অন্যান্য অপকর্মের সাথে জড়িত তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধান্ধাবাজি করতে হলে পৌরসভা এলাকার বাইরে করেন, পৌরসভা এলাকায় কোন নেতার নাম ব্যবহার করে কোন ধান্ধাবাজি কোন অবস্থাতেই সহ্য করা হবে না বলে তিনি উল্লেখ করেন। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হাসেমের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ভান্ডারী, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, প্রবীণ আ.লীগ নেতা মাওলানা মো. ইউছুফ, বিবিরহাট বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ নেছার আহমদ চৌধুরী, বণিক সমিতি সাধারণ সম্পাদক আলহাজ ফখরুল আলম। পৌরসভার কাউন্সিলরদের মধ্যে মো. ফারুক আহাম্মদ, প্রদীপ কুমার রায়, আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, প্যানেল মেয়র মো.জসিম উদ্দিন, মোজাম্মেল হক বাবুল, মো.নাজিম উদ্দিন, গোলাম মাওলা গোলাপ, মাওলানা মোহাম্মদ হোসেন, ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.