বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচার: পাক হাইকমিশনারকে তলব

0

সিটি নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বক্তব্য ও লেখা প্রকাশ করায় ঢাকাস্থ পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে এবং বিষয়টি কী তা জানার জন্য ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে ডাকা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) তারিক মোহাম্মদ পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কঠোর ভাষায় লিখিত প্রতিবাদলিপি হস্তান্তর করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.