বাঁশখালীতে চেয়ারম্যান গালিব ভাইস চেয়ারম্যান ইমরান ও রেহেনা নির্বাচিত

0

বাঁশখালী প্রতিনিধি : বাশঁখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী (নৌকা) প্রতীক নিয়ে ৫৯ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয় । প্রতিদ্বন্দি অপর দুই প্রার্থী মো: খোরশেদ আলম (আনারস) ২৬ হাজার ১৩৪ ভোট, মৌলভী নুর হোসেন (কাপপিরিচ) ২ হাজার ৩৫৭ ভোট পায় ।

চেয়ারম্যান পদে মোট বৈধ ভোট ৮৭ হাজার ৯৪৫, অবৈধ ভোট ২ হাজার ৯২ ভোট। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: এমরানুল হক ইমরান (উড়োজাহাজ) ৩৭ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়।

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর (টিউবওয়েল) ২১ হাজার ৪৬ ভোট, যুবলীগ নেতা শাহাদত রশীদ চৌধুরী (তালাচাবি) ১৮ হাজার ৪শ ৫৮ ভোট, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ সোলাইমান (মাইক) ৮ হাজার ৯শ ৪৭ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী (ফুটবল) ৪৬ হাজার ৫শ ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়।

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরীমন আক্তার (প্রজাপতি) ৩৮ হাজার ৪শ ৭৯ ভোট। রাত ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোমেনা আক্তার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.