বাংলাদেশে ও ভারত ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচ শুরু হবে আজ

0

সিটিনিউজবিডি  :   দুই দলের ক্রিকেটীয় যুদ্ধকে ছাপিয়ে বিশ্বকাপের ‘বিতর্ক’ আলোচনার তুঙ্গে। অনেকেই সেই বিতর্কে তা দিলেও দুই অধিনায়কের ভাষ্য পেশাদারিত্বের ক্রিকেটে এগুলো কোনো ক্রিকেটারই মনে রাখেন না।

এখন বিশ্বে যে দলগুলো ওয়ানডেতে ভালো খেলছে, বাংলাদেশও তার একটি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ভালো খেলছে। আমরাও এখন ভালো ক্রিকেট খেলছি। ওয়ানডেতে এখন যতগুলো ভালো দল আছে পরিসংখ্যানের দিক দিয়ে, আমরা সবার চেয়ে এগিয়ে। এই আত্মবিশ্বাস সবার আছে। আমরা ভালো খেলছি বলেই এখন সবাই এই কথা বলছে। আমাদের এটা মাঠে দেখাতে হবে। এটা কোনো চাপ না। ভালো খেলতে থাকলে নিজের ভেতর আত্মবিশ্বাস থাকে।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।

সাদা জার্সির পর রঙিন জার্সিতে দুই দলের ক্রিকেটীয় যুদ্ধ শুরু হবে আজ বেলা তিনটায়। জার্সি পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে দুই দলের অধিনায়কও। তবে পাল্টেনি তাদের চিন্তাভাবনা। মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠেয় ম্যাচে দুই দলই এগিয়ে যেতে চায় প্রথম ম্যাচে। মাশরাফির চিন্তায় চ্যাম্পিয়ন্স ট্রফি আর র‌্যাঙ্কিং থাকলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। নিজেদের লক্ষ্য সম্পর্কে জানাতে গিয়ে মাশরাফি বলেন, ‘ভারতের সঙ্গে খেলা বলে উন্মাদনা একটু বেশি। আমরা প্রথম ম্যাচে জয়ের প্রত্যাশা করছি। সবাই ম্যাচ বাই ম্যাচ খেলার ওপর জোর দিচ্ছে। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে প্রত্যাশামাফিক ফলাফল করতে পারলে পরবর্তী ম্যাচগুলো নিয়ে চিন্তা করব।’

র‌্যাঙ্কিংয়ে ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা ভারতের অধিনায়কের লক্ষ্য সিরিজ জয় করা। তাও প্রথম ম্যাচকে এগিয়ে যাওয়ার প্রথম অধ্যায় ধোনির জন্য। ধোনির ভাষ্য, ‘সিরিজটি জয়ের লক্ষ্য থাকবে। তবে প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আমি। প্রথমটি জিতে গেলে পরের ম্যাচগুলোর ওপর চাপ কম পড়বে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.