বিকল হলেই টাকা

0

সজল চক্রবত্তী :    চট্টগ্রাম মহানগরীর ইদানীং লোডশেডিং বেড়েছে। সকাল কি সন্ধ্যা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে নগরীর সর্বত্র। প্রতিদিন কোন না কোন স্থানে ট্রান্সফরমার বিকল হচ্ছে। বিকল ট্রান্সফরমার সচল করতে এলাকাবাসীকে গুনতে হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। ছেঁড়া তার ও পুরাতন ট্রান্সফরমার দিয়ে নগরীতে চলছে বিদ্যুতের সরবরাহ। এতে ঘটছে বিপত্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.