বোয়ালখালীতে ছিলো না ভোটারের সরব উপস্থিতি

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় উপজেলার ৭৭ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টায় শেষ হয়। ভোটার উপস্থিতি কম থাকলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়। দিনভর অন্তত: ৩৫টি কেন্দ্র পরির্দশন করে প্রায় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার চিরচরিত চিত্র চোখে পড়েনি। এদিকে স্বতন্ত্রপ্রার্থী সৈয়দুল আলম অনিয়মের অভিযোগ তুলে বিকেল সাড়ে ৪টা নাগাদ ভোট বর্জন করেছেন।

একাধিক প্রিসাইডিং কর্মকর্তা জানান, ভোটার উপস্থিতি কম থাকলেও ভোটাররা নিবিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছেন। গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ঠ থাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সার্বিকভাবে ভোটগ্রহণ সন্তোষজনক।

উল্লেখ্য বোয়ালখালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আবদুল কাদের সুজন (আনারস), জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী দিদারুল আলম ফজু (লাঙ্গল), শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধা এসএম নুরুল ইসলাম (দোয়াত কলম), জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (নুরুল-আম্বিয়া) সৈয়দুল আলম (মোটর সাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.