বোয়ালখালীতে নতুন বইয়ের গন্ধ নিলেন শিক্ষার্থীরা

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে বই উৎসব। এতে নতুন বইয়ের গন্ধ নিলেন শিক্ষার্থীরা। পহেলা(১) জানুয়ারী মঙ্গলবার উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বই উৎসব পালন করেন শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকরা। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন শ্রেণির পাঠ্যবই তুলে দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল জানান, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন স্কুলগুলোতে বই উৎসব পালিত হয়েছে। এবার প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৭ হাজার নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুচ জানান, উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। এটাই আনন্দ। আশাকরি শিক্ষক অভিভাবকরা আন্তরিকতার সহিত পাঠদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলবেন।

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ। এ সময় উপস্থিত ছিলেন উবাইদুল হক, অমর নাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশীষ নাথ, লিপি রাণী শীল, মিজানুর রহমান, প্রকাশ কুমার ঘোষ, লিটন ধর, পরিতোষ চৌধুরী ও ইলিয়াছ শিকদার।

কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নবজিৎ চৌধুরী রানা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়মীলীগের যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, প্রকাশ দেওয়ানজী, প্রধান শিক্ষক সুমিত্রা রক্ষিত, শিক্ষক মো. আব্দুল হান্নান, রাজিয়া সুলতানা,অসীম কুমার চৌধুরী ও লাভলি বেগম।

ব্লু বার্ডস প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের বই উৎসবের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের সভাপতি শাহীনূর কিবরিয়া মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহানারা আকতার চৌধুরী, সাজ্জাদ হোসেন, তানভির হোসেন, শাহীনূর আকতার, বিথী দাশ ও শ্যামলী চৌধুরী।

চরণদ্বীপ দেওয়ান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান শিক্ষক ইসমাত ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন পরিচানা পর্ষদের সভাপতি জি এম বাবর চৌধুরী, সদস্য আজিম উদ্দীন মিয়াজী, জসিম উদ্দীন, আছদ তালুকদার, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, শিক্ষক পুলক মল্লিক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.