বোয়ালখালীতে শিক্ষক দিবস উদযাপন

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও সাংগঠনিক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ৫ অক্টোবর বুধবার সকাল ১০টায় জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান হয়।

এতে শিক্ষককের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইউনেক্সোর সুপারিশের আলোকে বিশ্বজনীন উদ্যাগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কমরেড সুনীল চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী অদুল চৌধুরী, রতন চৌধুরী, ঝুন্টু চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন, শিক্ষক মাহমুদুল হক, বিপ্লব দাশ।
বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার সভাপতি মোহাম্মদ অালী সভাপতিত্বে শিক্ষক স্বরাজ গাংগুলি ও উৎপল বড়ুয়া যৌথ সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ঘোষ।
শিক্ষা বাজেটে বরাদ্ধ আপেক্ষিক ভাবে জিডিপির দুই শতাংশ থেকে চারশতাংশ মোট বাজেটের ১২.২ শতাংশ থেকে ১৬ শতাংশ বরাদ্ধের দাবি জানানো হয় সেমিনারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.