ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্তই হলেন দুঙ্গা

খেলাধুলা : ২৯ বছর পর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় শতবর্ষী কোপার আসর থেকে।

এরপরই গুঞ্জন উঠেছিল, কোপায় ব্যর্থতার জন্য ব্রাজিলের কোচ থেকে বরখাস্ত হচ্ছেন কার্লোস দুঙ্গা। সেই গুঞ্জনটা আর গুঞ্জন রইল না, রূপ নিল বাস্তবে। এবার দুঙ্গাকে ‘না’ বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। দুঙ্গা ও তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ব্রাজিল। মঙ্গলবার সেলেকাওদের ফেডারেশনের কার্যালয়ে দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুঙ্গার বিকল্প হিসেবে তিতেকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিল। যিনি ব্রাজিল লিগে করিন্থিয়ানসকে শিরোপা জিতিয়েছেন। তাই আগামী অাগস্টে দেশের মাটিতে অনুষ্ঠ্যেয় রিও অলিম্পিকে সেলেকাওদের ডাগআউটে দেখা যেতে পারে তাকে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ব্রাজিল দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করা হয়েছে। টিম সমন্বয়ক গিলমার রিনাল্ডিসহ কোচ দুঙ্গা ও তার সহকারীদের ছেঁটে ফেলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.