ভারত অধিনায়ককে ‘প্রতারক’ বলায় তোলপাড়!

0

চলতি বছর দুর্দান্ত সব পারফর্মেন্স দেখিয়ে সবার নজর কেড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। কিন্তু এবার তাদের সুখের সংসারে সম্ভবত আগুন লেগে গেল! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর খোদ অধিনায়িকাকে হরমনপ্রীত কৌরকে খলনায়িকা ঘোষণা করলেন সাবেক অধিয়নায়ক মিতালি রাজের ম্যানেজার আনিশা গুপ্তা। ভারত অধিনায়ককে রীতিমতো ‘প্রতারক’ বলেছেন তিনি!

ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালে অভিজ্ঞ মিতালি রাজকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত থেকেই ঘটনার সূত্রপাত। পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করা সত্ত্বেও সেমিফাইনাল থেকে কেন বাদ পড়তে হলো মিতালিকে? প্রশ্নের উত্তর চেয়ে মিতালির ম্যানেজার অনিশা গুপ্তা টুইট করার পরেই শুরু হয় তোলপাড়। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ায় দলনায়িকাকে সমালোচনায় বিদ্ধ করেছেন আনিশা।

একাধিক টুইটে মিতালির ম্যানেজার দাবি করেন, ‘এই ভারতীয় দল রাজিনীতিতে বিশ্বাস করে, ক্রিকেটে নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে মিতালির অভিজ্ঞ ব্যাটিং পারফরম্যান্স দেখার পরও হরমনপ্রীতের ইচ্ছায় সেমিফাইনালে মিতালিকে ছাড়া দল খেলতে নেমেছে। হরমনপ্রীত একজন প্রতারক, মিথ্যুক, অনভিজ্ঞ এবং দলের অযোগ্য ক্যাপ্টেন।’

অবশ্যে কিছুক্ষণ পরে সেই টুইটগুলি মুছে ফেলা হয় এবং যে অ্যাকাউন্ট থেকে টুইটগুলি করা হয়েছিল, সেটি এই মুহূর্তে টুইটার থেকে মিসিং। তবে মিতালির ম্যানেজার পুরো বিষয়টি যে অস্বীকার করেছেন না। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘হয়তো রাগের মাথায় যা এসেছিল তাই লিখেছি, তবে আমার মনে হয় সঠিক সময়ে কথাগুলো লিখতে পেরেছি। কারণ অন্যায় দেখে আমি চুপ থাকতে পারিনা। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন দলের মধ্যে কেমন পক্ষপাতিত্ব হয়ে চলেছে।’

উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেননি মিতালি। তার আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি এবং আয়ারল্যান্ডের বিপক্ষেও হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে যাতে ফিট হয়ে মাঠে নামতে পারেন সেকারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্রামে থাকেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারটি। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেও সহজ জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ঠিক রেখেই সেমিতে খেলে ভারত। কিন্তু ব্রিটিশদের কাছে নাস্তানাবুদ হয়ে বিদায় নিতে হয় তাদের।

সেমিফাইনালে হারের পর মিতালি প্রসঙ্গে অধিনায়ক হরমনপ্রীত জানান, ‘মিতালিকে না খেলানোর বিষয়ে কোনো দুঃখপ্রকাশ করতে চাই না। এটা কারও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, দলগত সিদ্ধান্ত। টুর্নামেন্টে মেয়েরা যে পারফরম্যান্স উপহার দিয়েছে তাতে আমি খুশি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.