ভারত বাংলাদেশ সিরিজ সঙ্গে থাকবে ‘টপ অব মাইন্ড’

0

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসরশিপ পেয়েছে ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকার বিনিময়ে নিলামের মাধ্যমে স্পনসরশিপ পায় এই মিডিয়া প্ল্যানিং কোম্পানিটি।
‘টপ অব মাইন্ড’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ছাড়াও অনূর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দল ও নারী দলের স্পনসরশিপে থাকবে।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, চূড়ান্ত দরপত্রে গ্রামীণফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য জাতীয় দলের স্পনসরশিপ পায় ‘টপ অব মাইন্ড’।

স্পনসরশিপের নিলামটি তিনটি ফেসে অনুষ্ঠিত হয়। তবে প্রথম দুটি ফেসে গ্রামীণফোন এগিয়ে থাকলেও শেষের ফেসে এসে ‘টপ অব মাইন্ড’ নিলামটি জিতে নেয়। দ্বিতীয় ফেসে গ্রামীণফোন ৪১ কোটি টাকা পর্যন্ত দরে এগিয়ে ছিল।

প্রতিষ্ঠানটি সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের জন্যও দলের স্পনসরশিপ পেয়েছিল। পরে তারা তা বিক্রি করে প্রাণ গ্রুপের কাছে।

এর আগে ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা গ্রুপ। মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

আগামী ১০ জুন থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজ থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবে ‘টপ অব মাইন্ড’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.