ভাল নেই পুলিশ

0

১৫/১১/ ১৫   গোলাম সরওয়ার :   প্রতিদিন নিয়ম করে সুর্য্য উঠছে ও অস্তমিত হচ্ছে। প্রকৃতির বুকে সন্ধ্যা নামে। ঘরে ফিরতে শুরু করে কর্মক্লান্ত মানুষ। নগরবাসীর নিরাপত্তায় তখনো বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করে পুলিশ সদস্যরা। সবাই এখন গভীর ঘুমে আছন্ন, পুলিশকে এখন চোখ কান খোলা রাখতে হয়। আধুনিক অস্ত্র ও টেকনোলজিক্যাল সরঞ্জামের অভাব সহ নানা প্রতিকুলতায় দায়িত্ব পালনে চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

এসব কারনে অভিযানে গিয়ে প্রায়ই মার খেয়ে ফিরতে হয় পুলিশকে। বাসস্থান, চিকিৎসা সুবিধা, পদোন্নতি, বেতন ভাতা নিয়ে পুলিশ সদস্যরা নাখোশ। এ কারনে এখন ভাল নেই পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.