ভিডিও কলিংয়ের জগতে হোয়াটসঅ্যাপ

তথ্য ও প্রযুক্তি : এখন আর মানুষ আগের মতো নেই। দিন দিন মানুষের চাহিদা বৃৃদ্ধি পাচ্ছে উন্নতর দিকে। জনপ্রিয়তার নিরিখে ফেসবুককে দিব্যি টক্কর দেয় স্মার্টফোনের এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। এই কারণেই ২০১৪ সালে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় জাকারবার্গের কোম্পানি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আমূল পরিবর্তন করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজ থেকে ভয়েসকল, ইমোজি, ফোটো, ভিডিও শেয়ার, হোয়াটসঅ্যাপের সৌজন্যে সবই এখন নখদর্পণে। এবার ভিডিও কলিংয়ের জগতেও পা রাখতে চলেছে জনপ্রিয় এই স্মার্ট অ্যাপ।

খুব শিগগিরিই স্মার্টফোন ব্যবহারকারীরা পেয়ে যেতে পারেন এই সুবিধা। যদি তা হয়, তবে অদূর ভবিষ্যতে ফেসবুক, স্কাইপকে বেশ ভালই টক্কর দেবে স্মার্টফোনের এই স্মার্ট অ্যাপ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.