মহিউদ্দিন চৌধুরীর প্রতি উৎসর্গ “বাকলিয়ার কথা”

0

নিজস্ব প্রতিনিধি :  বাকলিয়াবাসীর সুখ দুঃখের কাহিনী ও সদ্য প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে‍ ‍“বাকলিয়ার কথা” পত্রিকাটি আত্ম প্রকাশ করেছে। অদ্য মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই ম্যাগাজিনটি সাবেক মেয়র এর প্রতি উৎসর্গ করা হলো।

চট্টগ্রাম শহরে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পাঁচদিন পর তার স্মৃতিকে চট্টগ্রামবাসীর মনে জাগ্রত রাখার জন্য আমাদের এই প্রয়াস। নগরীর লুচাই ভবনে আজকের সূর্যোদয়ের অফিসে মোড়ক উন্মোচন করেন আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক বাকলিয়ার কথার উপদেষ্টা জুবায়ের সিদ্দিকী।

“বাকলিয়ার কথা” সম্পাদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম পত্রিকা হস্তান্তর করছেন । ছবি মোহাম্মদ হানিফ

এ সময় তিনি বলেন, বাকলিয়ার কথা শুধু বাকলিয়াবাসীর কথা নয়, চট্টগ্রামবাসীর সুখ দুঃখের কাহিনী নিয়ে প্রকাশিত হবে। সাংবাদিক, পাঠক সমাজের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। মোড়ক উন্মোচনের সময় আরো উপস্থিত ছিলেন, বাকলিয়ার কথা সম্পাদক সাংবাদিক মো. শহিদুল ইসলাম,সাংবাদিক দিলীপ তালুকদার, গোলাম শরীফ টিটু, গোলাম সরওয়ার, সহকারী সম্পাদক শওকত ওসমান, নির্বাহী সম্পাদক আবু বক্কর মো. হারুন, মো. হানিফ প্রমুখ।

বাকলিয়ার কথা পত্রিকা হস্তান্তর করছেন।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.