মাইক্রোসফট চাকরি দেবে অটিজম আক্রান্তদের

0

নামকরা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অটিজম আক্রান্তদের জন্য শিক্ষার সুযোগ চালু করেছে। তবে তাদের নিয়ে কিছুটা ভিন্ন ধরনের পরিকল্পনা করছে মাইক্রোসফট। অটিজম আক্রান্তদের জন্য চাকরির সুযোগ দেবে এই সফটওয়্যার জায়ান্ট।

আর এজন্য একটি পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ম্যারি এলেন এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তার নিজেরও ১৯ বছর বয়সি ছেলে অটিজম আক্রান্ত।

তিনি ব্লগে লিখেছেন, “অটিজমে আক্রান্তরা একটি প্রতিষ্ঠানকে আরও সুসংহত করে যা এখন মাইক্রোসফটে প্রয়োজন। প্রতিটি মানুষই আলাদা আলাদা ধরণের। কারো কারো রয়েছে বিভিন্ন তথ্য মনে রাখার অসাধারণ দক্ষতা কিংবা গণিত এবং কোড নিয়ে অনেক গভীরে চিন্তাভাবনা করার ক্ষমতা। তারা আসলেই খুবই মেধাবী এবং আমরা তাদের নিয়মিত মাইক্রোসফটের সাথে যুক্ত করতে চাই।”

২০১৪ সালে অটিজম আক্রান্ত শিশুদের জন্য স্ব-অর্থায়নে একটি বিশেষ ইনস্যুরেন্স প্ল্যান চালু করে মাইক্রোসফট। পরবর্তীতে আরও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এই উদ্যোগ অনুসরণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.