মাশরাফি এবার মাতাবেন ক্রিকেট মাঠ

0

সিটি নিউজ ডেস্কঃ মাশরাফি রাজনীতির মাঠ থেকে এবার মাতাবেন ক্রিকেট মাঠ। আগামী ৫ জানুয়ারী বিপিএল খেলতে মাঠে নামছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। নির্বাচন শেষ। মাশরাফির লক্ষ্য এবার ক্রিকেটের মাঠ। কারণ আগামী ৫ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল। যেখানে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মাশরাফি।

সেই লক্ষ্যে ইতিমধ্যে নড়াইল থেকে ঢাকার পথে রওনা হয়েছেন মাশরাফি। রাজধানীতে পৌঁছে বিপিএলে মনোনিবেশ করবেন নড়াইল এক্সপ্রেস।
নড়াইলে-২তে তার নৌকা প্রতীক পায় ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। নিকটতম প্রতিন্দ্বদ্বী ঐক্যফ্রন্ট মনোনীত এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পান ৭ হাজার ৮৮৩ ভোট। প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়ে জয়ী হন ম্যাশ।

নির্বাচিত হওয়ার পর সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানান মাশরাফি। এসময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে শিগগির মাঠে নামার কথা দেন তিনি। তবে ২০১৯ বিশ্বকাপের আগে ক্রিকেটের সঙ্গে কোনো আপস নয় বলেও সাফ জানিয়ে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.