মাস্টারদা’র আবক্ষ মুর্তিতে প্রণব মুখার্জির শ্রদ্ধা

0

এম বেলালউদ্দিন,রাউজান,সিটি নিউজ : ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষমূর্তি ও স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

১৬জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টা ২০মিনিটে রাউজান সরকারী কলেজ সংলগ্ন সূর্যসেন চত্ত্বরে মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সূর্য সেন স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।

সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেখান থেকে বিকাল৪টা ৫০ মিনিটে মাস্টারদা’র স্মৃতি বিজড়িত গ্রাম সূর্যসেন পল্লীস্থ তার বাস্তুভিটা পরিদর্শনে আসেন। সে সময় সুর্যসেনের বাড়ীটি ঘুরে দেখেন তিনি।

সেখানে তিনি তার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সেখানেও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, ইউএনও শামীম হোসেন রেজা, সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী প্রমুখ। ভারতের এই সাবেক রাষ্ট্রপতির আগমণকে ঘিরে তার যাতায়তের সড়ক পথের নির্দিষ্ট দুরত্ব কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.