মাহমুদুলের শতক , নাসিরের ৪ রানের আক্ষেপ

0

যুব দলে খেলার সময় যে সম্ভাবনা জাগিয়েছিলেন মাহমুদুল হাসান পরবর্তীতে তা পরিণতির দিকে যায়নি। গত কয়েক বছর দেশের ক্রিকেটের কোনো ফরম্যাটেই দৃষ্টি কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি তিনি। বেশ কয়েক বছর নীরব থাকার পর পুরনো ছন্দের হাওয়া লেগেছে তার পারফরম্যান্সে। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মোটামুটি ভালোই খেলেছেন। ছন্দ রেখে গতকাল বিসিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন। ১৩২ বলে ১০৭ রানের ইনিংস তার। যে কোনো ক্রিকেটে মাহমুদুলের প্রথম সেঞ্চুরি এটি। আগের তিন ম্যাচের শেষ দুটিতে ৮০ এবং ৪৮ রান করেছেন তিনি। বিসিবি উত্তরাঞ্চলের এ ব্যাটসম্যান ১১টি চার দিয়ে সাজানো ইনিংসের ইতি টেনেছেন আসিফ আহমেদের বলে ওয়াইড-মিডউইকেটে ক্যাচ হয়ে।
মুশফিকুর রহিম ও নাসির হোসেন টুর্নামেন্টজুড়েই ভালো খেলেছেন। ফাইনালেও ছন্দটা ধরে রেখেছেন তারা। মুশফিক ৩১ রানে মুমিনুলের শিকার হলেও নাসির নড়বড়ে ৯০-এর ঘরে আউট হন। ৮টি চার ও ২টি ছয় দিয়ে ৮৪ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নাসির। মাহমুদুল, মুশফিক এবং নাসিরের ইনিংসে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৯১ রানের সংগ্রহ পায় বিসিবি উত্তরাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের আসিফ আহমেদ এবং আরাফাত সানি ২টি করে উইকেট নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.