মেক্সিকোতে বারে ঢুকে সন্ত্রাসীদের গুলি, নিহত ১৩

0

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজের মিনাটিটলান শহরের এক বারে ঢুকে সন্ত্রাসীরো বন্দুক চালিয়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট অন্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যার ঘটনা।

ভেরাক্রুজের সরকারি মুখপাত্রের বরা দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, শুক্রবার রাতে অজ্ঞাতনাম বন্দুকধারীরা এক ব্যক্তির খোঁজে ওই বারে প্রবেশ করে এবং গুলি করতে শুরু করে। ওই হামলায় মোট ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী, সাতজন পুরুষ এবং এক শিশু রয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন ।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। ভেরাক্রুজ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রধান হুগো গুতিরেজ এক টুইট বার্তায় বলেন, ওই হামলাকারীকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা ও রাজনৈতিক দুর্নীতির জন্য পত্রিকার শিরোনাম হয়েছে মেক্সিকোর তেল সমৃদ্ধ ভেরাক্রুজ রাজ্যটি।

গত ডিসেম্বরে মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর দেশে সহিংসতা কমিয়ে আনার শপথ নিয়েছেন প্রেসিডেন্ট অন্ড্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডো। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় দেশটিতে দু লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে মাদক পাচারকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষগুলোতে। নতুন সরকার ক্ষমতায় আসার পরও দেশটিতে সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এদিকে শুক্রবারের ওই ভয়াবহ হামলার আগেই স্থানীয় সময় রোববার ভেরাক্রুজ শহরে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিলো প্রেসিডেন্ট লোপেজ অবরাডো-র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.