যুক্তরাষ্ট্রের পর চীনই সবচেয়ে বেশি ধনী

0

 

 সিটিনিউজবিডি  :     চীনে শেয়ারবাজারে ব্যাপক চাঙ্গাভাব বজায় থাকায় ধনীদের সংখ্যা বেড়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ মঙ্গলবার এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনে ৪০ লাখ কোটিপতি পরিবার রয়েছে। ২০১৪ সালে পরিচালিত জরিপ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনই সবচেয়ে বেশি ধনীর বসবাসরত ধনীর দেশ।

প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে চীনে ধনীর সংখ্যা ১০ লাখ বেড়েছে। এক্ষেত্রে এক বছরের মধ্যে ধনীদের সংখ্যা বৃদ্ধির এ হারের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেলে চীন। দেশটিতে শতকোটি সম্পদ রয়েছে এমন পরিবার রয়েছে এক হাজার ৩৭টি। চীনে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, জনগণ স্থানীয় শেয়ারবাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। গত বছর সূচকের দিক থেকে এশিয়ায় সবচেয়ে ভালো পারফমার ছিল দ্য বেঞ্চমার্ক সাংহাই কম্পোজিট।

গত বছর মার্কিন যুক্তরষ্ট্রে কোটিপতি পরিবারের সংখ্যা ছিল ৭০ লাখ। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেই বিশ্বের সবচেয়ে বেশি ধনী মানুষ বসবাস করছে। দেশটিতে শতকোটি সম্পদের মালিক পরিবারের সংখ্যা পাঁচ হাজার ২শ ৩১টি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.