রাউজানে খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স অনুষ্ঠিত

0

এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজান হযরত এয়াছিন শাহ্ কলেজ ময়দানে হযরত মঈনুদ্দীন চিশতী হাসান সঞ্জরী (রা:) স্বরণে বিশাল খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স রবিবার রাতে অনুষ্ঠিত হয়।

গর্জনীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ আহসান হাবীবের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

প্রধান অতিথি ছিলেন ভারতের আজমীর শরীফের চিপ মুয়াল্লিম ও খাদেম আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ সমির উদ্দিন চিশতী (মজিআ)। এতে শুভেচ্চা বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির সচিব এস এম বাবর।

সংগঠক সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর পরিচালনায় এতে তকরির করেন আলহাজ্ব আল্লামা সেকান্দর হোসেন আল ক্বাদেরী,আল্লামা সৈয়দ মুহাম্মদ হাছান মুরাদ ক্বাদেরী,আল্লামা সাঈদুল আলম খাকী,আল্লামা জাহাঙ্গীর আলম রেজভী,আল্লামা জসিম উদ্দিন আবেদী,আল্লামা ক্বাজী ওমর ফারুক আজমী,আল্লামা সরোয়ার আলম আল ক্বাদেরী।

এতে উপস্থিত ছিলেন টিভি সাংবাদিক নুর মোহাম্মদ রানা,ব্যবসায়ী মোহাম্মদ হাবীবুর রহমান,অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক আকতার হোসেন চৌধুরী,আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল তালুকদার,আল্লামা ছোলায়মান মুকবুলী,আলহাজ্ব মওলানা আলী ছিদ্দিকী,নুর মুহাম্মদ সওদাগর,সাংবাদিক এম বেলাল উদ্দিন,মেম্বার মুহাম্মদ আলী,শামসুল আলম চৌধুরী,মুহাম্মদ তহিদুল আলম,মুহাম্মদ সরোয়ার সিকদার,আলহাজ্ব মওলানা সোলায়মান চৌধুরী,মওলানা ইয়াছিন মাইজভান্ডারী,জাহাঙ্গীর আলম সিকদার,মওলানা মুছা আকবর,মওলানা শামসুল আলম নঈমী,মওলানা বাহাউদ্দিন ওমর,মওলানা এস এম তৈয়বুর রহমান,মওলানা কুতুব উদ্দিন রেজভী,মওলানা জাফর আলম নুরী,মওলানা এস এম গিয়াস উদ্দিন,যুবলীগ নেতা মুহাম্মদ মুনছুর,হাছান মুরাদ রাজু,ইকবাল হোসেন চৌধুরী,হাফেজ ওমর ফারুক,ইঞ্জিনিয়ার আবু আহমদ,মওলানা দিদারুল আলম আলকাদেরী,আলহাজ্ব মওলানা শহিদুল্লাহ,মুহাম্মদ মমতাজ,মুহাম্মদ ফোরকান,মৌলানা তাজ মুহাম্মদ রেজভী.মৌলানা মোজাম্মেল,মোহাম্মদ মোরশেদ চৌধুরী,মৌলানা আব্দুল মাবুদ,মৌলানা হাফেজ নুরুল আবছার,মাস্টার আবদুচ সালাম,মালেক মেম্বার,মওলানা মোহাম্মদ আলী,মৌলানা রফিকুল আলম,মৌলানা মোরশেদ রেজা,মৌলানা হাফেজ আবুল কাসেম,শায়ের মুহাম্মদ মিনহাজ্ব উদ্দিন,শায়ের মওলানা হাছান রেজা ,মোহাম্মদ রাশেদ,মুহাম্মদ জাহাঙ্গির আলম মিন্টু,মওলানা ইউছুফ তৈয়্যবী,মওলানা মুহাম্মদ আলমগীর,ছাত্রলীগ নেতা তৌহিদ,মুহাম্মদ মানিক,হাফেজ মওলানা মহিউদ্দিন,শায়ের মুহাম্মদ ওসামান, প্রমুখ।

বক্তারা হযরত খাজা মঈনুদ্দীন চিশতি হাসান সঞ্জরী (রাঃ) মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের যে অবদান তা তুলে ধরেন। পরে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.