রাঙ্গুনীয়ায় বাহোপের উচ্চতর বিজ্ঞান সেমিনার

0

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের (বাহোপ) রাঙ্গুনীয়া শাখার উদ্যোগে উচ্চতর বিজ্ঞান সেমিনার আজ শুক্রবার (২৪ আগস্ট ) অনুষ্ঠিত হয়।

মোগলের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনার প্রবীণ চিকিৎসক ডা. হরি সাধন সাহার সভাপতিত্বে এবং ডা. সমীর কুমার দে’র স ালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে। প্রধান বক্তা ছিলেন ডা. এম এ গনি, বিশেষ বক্তা ছিলেন ডা. রণজিৎ বিশ্বাস, আলোকিত অতিথি ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার শীল। নাইট্রিক এসিড বিষয়ে প্রবন্ধ পাঠ করেন ডা. সনজিত কুমার দে।

এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কা ন মহাজন, ডা. সুধীর  চক্রবর্তী, ডা. তানজিনা জাফরিন তানিয়া।

আরও বক্তব্য রাখেন ডা. মো. শাহজালাল, ডা. অজিত কুমার দাশ, ডা. আবু তৈয়ব চৌধুরী, ডা. সমল চৌধুরী শ্যামল, ডা. মনোজ দত্ত, ডা.কমল দাস, ডা. পরাগ দে, ডা. নূরুল ইসলাম, ডা. ঝুন্টু কান্তি পাল, অধ্যাপক পংকজ দাশ, অধ্যাপক ডা. শান্তি  জ্যোতি বড়ুয়া, ডা. মধুসূদন বণিক, ডা. রুবি রাণী ধর, ডা. প্রদীপ কুমার রায়, ডা. বাদল শীল, ডা. স্বপন কুমার শীল, ডা. আবু মুছা চৌধুরী।

সেমিনারের শুরুতে পবিত্র কোরান পাঠ করেন ডা. নূরুল ইসলাম, গীতা পাঠ করেন ডা. রানা দত্ত, ত্রিপিটক পাঠ করেন কবিরাজ বিজয় সেন তালুকদার। অর্গানন সূত্র পাঠ করেন ডা. কনোজ দত্ত।

বক্তারা বলেন, রোগীর রোগের লক্ষণ চিহ্নিত করাটা মুখ্য। তবে আঙ্গিক দিকের চেয়ে মনের প্রকৃতি অনুধাবন করা হোমিওপ্যাথির জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.