রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা

0

সিটি নিউজ ডেস্ক :: বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৩১ জুলাই) আবারো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করতে শুরু করেছে সাধারন শিক্ষার্থীরা।

সকাল ১০টার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে অবরোধ করতে শুরু করেন। ফলে সোমবারের (৩০ জুলাই) মতো মঙ্গলবারও ঢাকা অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজধানীবাসী।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, সকালে বিজ্ঞান কলেজসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে রাস্তায় নেমে এসে ফার্মগেট মোড় অবরোধ করে রাখেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সেখানে সড়কের ওপর বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেইসঙ্গে নিজেদের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ডও প্রদর্শন করছেন।

একইসঙ্গে উত্তরা ও মিরপুর ১, ২, ১০, ১১ নম্বরের সড়কও অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এছাড়া সকালে দুর্ঘটনাস্থল হোটেল রেডিসনের সামনে অবস্থান নিয়েছিলেন রমিজ উদ্দিন কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। তবে তাদের বেশি সময় দাঁড়াতে দেয়নি পুলিশ। বাঁধার মুখে ঘটনাস্থল ত্যাগ করতে হয় তাদের।

এর আগে সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভের কারণে বিভিন্ন রুটের যানবাহন চলাচল করতে পারেনি। ফলে শহরজুড়ে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে নাকাল হন সাধারণ মানুষ।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৯ দফা দাবি ঘোষণা করে। এই দাবি আদায়ে সাতদিনের আলটিমেটামও দেয় তারা। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানায়।

গত রোববার (২৯ জুলাই) দুপুরে বিমানবন্দর সড়কে হোটেল রেডিসন এলাকায় জাবালে নূর বাসের চাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া বাসচাপায় আহত হন অন্তত ১০ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.