রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

0

সিটিনিউজবিডি :  প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হয় দেশের রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল।

ইফতার মাহফিলের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জি এম কাদের, রুহুল আমিন হাওলাদার, আবু হোসেন বাবলা, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট- এনডিএফ চেয়ারম্যান শওকত হোসেন নীলু, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পাটির আনিসুর রহমান মল্লিক, সিপিবির মুঞ্জুরুল আহসান খান, সৈয়দ আবু জাফর, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পাটির নুরুর রহমান সেলিম, ডা. সহিদুল্লাহ শিকদার, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের সমীর শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান।

সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মজিবুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, ড. হাছান মাহমুদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের এম এ আজিজ, হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, শাহেদ আলম মুরাদ, সাদেক খান প্রমুখ।

সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের ওমর ফারুক চৌধুরী, হারুন-অর রশিদ, মহিলা লীগের আশরাফুন্নেছা মোশারফ, ছাত্রলীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, কৃষক লীগের মোতাহার হোসেন মোল্লা, খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও পঙ্কজ দেবনাথের নেতৃত্বে দু’শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের আগে অনুষ্ঠান স্থলে আসেন এবং ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.