রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

0

রামগড়(খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুিলশ উদ্যোগে “পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় থানা গেইট হয়ে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন শেষে থানা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় রামগড় উপজেলা কমিউনিটি পলিশিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিযদ সদস্য মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল জনাব সৈয়দ ফরহাদ।

এসময় বিশেষ অতিথি থেকে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনর্চাজ মোঃ শরিফ, মেয়র প্যানেল-১ আহসান উল্ল্যাহ, কাউন্সিলর বাদশা মিয়া, উপজেলা কমিউনিটি পলিশিং কমিটির সাধারন সম্পাদক নুরুল আলম আলমগীর, পৌর আ’লীগ সভাপতি রফিকুল ইসলাম কামাল। শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বক্তাগন বলেন- “পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সাধারণ জনগন ও পুলিশ বিভাগ এক সাথে কাজকরার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা-ওর্য়াড পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয় সাংবাদিক প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.