রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

0

শ্যামল রুদ্র,খাগড়াছড়ি :: শুক্রবার (৮ডিসেম্বর) প্রতিবছরের মত এবারও খাগড়াছড়ির রামগড়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রামগড় পর্যটন পার্কে স্থাপিত বিজয় ভাস্কর্যে পুষ্পস্তবক অপর্ণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০টায় বের হয়ে শোভাযাত্রাটি শহীদ ক্যাপটেন আবতাবুল কাদের বীর উত্তম এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় ভাস্কর্যে এসে সমাপ্ত হয়। পরে বিজয় ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) আল মামুন মিয়া।

এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলম আলমগীর, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল মজুমদার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহমেদ প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপুু বলেন, আগামী প্রজম্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সরকার সচেষ্ট আছে, হানাদার মুক্তদিবস উপলক্ষ্যে রামগড়ে আগামীতে আরও ব্যাপক ভাবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হবে। দিবসটি যথাযথ ভাবে পালন করায় রামগড়ের মুক্তিযোদ্ধা,সন্তান কমান্ডসহ আপামর জানসাধারনকে তিনি ধন্যবাদ জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.