রামগড় ৪৩ বিজিবি’র বৃক্ষরোপন ও মৎস্যপোনা অবমুক্তকরণ

0

শ্যামল রুদ্র,রামগড়(খাগড়াছড়ি) : রামগড় ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপন ও মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার(২ আগষ্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে জোন কমান্ডার লে. কর্ণেল জনাব জাহিদুর রশীদ পিএসসি’র নেতৃত্বে অফিস আঙ্গিনায় একটি ফলদ চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

রামগড় ৪৩,বিজিবি’র সহকারী পরিচালক মো. মোস্তফা জানান, চলতি অর্থবছরে বিজিবি জোন সদর দপ্তরের আওতায় ১২টি বিওপি, ২টি বিশেষ সীমান্ত ক্যাম্প এ বনজ, ফলদ, ওষুধি ও ভেষজ মিলিয়ে বিভিন্ন প্রজাতির পনের শ গাছের চারা রোপণ করা হয়।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরের পুকুরে রুই, কাতল, মৃগেল ও অন্যান্য জাতের দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। ৪৩ বিজিবি’র জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহিদুর রশীদ সাংবাদিকদের বলেন সীমান্তে আইন-শৃংখলা রক্ষা, মাদক, সন্ত্রাস এবং চোরাচালান দমনের পাশাপাশি তারা সরকারের নানা সামাজিক উন্নয়ন মূলক কর্মসূচি গুরুত্ব সহকারে পালন করে থাকেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.