শীর্ষে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স

খেলাধুলা : আবার শীর্ষে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার রাতে তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে ৭ রানে। ৯ ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো ১২।

এদিন ইডেন গার্ডেনে পাঞ্জাবের সামনে ১৬৫ রানের লক্ষ্য ছুঁরে কেকেআর। একদিকে পেস অন্যদিকে স্পিন আক্রমণের সামনে মাত্র ১৩ রানে টপ অর্ডারের মার্কাস স্টোনিস (০), মুরালি বিজয় (৬) এবং মানন বোরাকে (০) হারিয়ে ধুঁকতে থাকে পাঞ্জাব। এখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন ঋদ্ধিমান সাহা (২৪)।

তবে ৪২ বলে ছয় চার, চার ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েল পাঞ্জাবকে জয়ের স্বপ্ন দেখান। ৭ বলে ২১ রান করে দিয়ে সেই স্বপ্নকে আরও বড় করেন অক্ষর প্যাটেল। কিন্তু আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে মুড়িমুড়কির মতো উইকেট চলে গেল পাঞ্জাবের। ফলাফল কেকেআরের ৭ রানের জয়। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন রাসেল। ২৭ রানে পিযুষ চাওলা ২টি এবং মরনে মরকেল পেয়েছেন ১টি উইকেট। ৩ ওভারে ২১ রান দিয়ে উইকেটবঞ্চিত থেকেছেন সাকিব।

এরআগে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে গম্ভীরের দল স্কোরবোর্ডে জমা করে ১৬৪ রান।

ভারতীয় দলে জায়গা পেতে মরিয়া গম্ভীরের ব্যাট যেন থামছেই না। ৪৫ বলে ছয় চার, এক ছক্কায় খেলেছেন ৫৪ রানের ইনিংস। গম্ভীরের চেয়েও চালিয়ে খেলেছেন উথাপ্পা। ৪৯ বলে ছয় চার, দুই ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ৭০ রান। যেখানে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ভালো বোলিংয়ের স্বাক্ষর রেখেছেন অক্ষর প্যাটেল। অসাধারণ বোলিং নৈপুণ্যর পুরস্কার পেয়েছেন রাসেল ম্যান অব দ্য ম্যাচ হয়ে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.