শ্রীলংকা পার্লামেন্ট স্থগিতের ঘোষনা আদালতে বাতিল

0

সিটি নিউজ ডেস্কঃঃ  শ্রীলংকার সুপ্রীম কোর্ট পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা বাতিল করেছেন।  দেশটির প্রেসিডেন্ট সিরিসেনা এক ঘোষনায় পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছিলেন।

আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ঘোষনা বাতিল করেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে ওই পদে নিযুক্ত করেন। এরপর পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগামী বছর আগাম আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

বিক্রমসিংহের দল পার্লামেন্ট স্থগিতের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন জানায়। প্রধান বিচারপতি নলিন পেরেরার নেতৃত্বে তিন বিচারকের একটি বেঞ্চ সিরিসেনার আদেশ বাতিল করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

শত শত সশস্ত্র পুলিশ ও কমান্ডো পরিবেষ্টিত হয়ে তারা জনাকীর্ণ আদালতে তারা এই রায় ঘোষণা করেন। জানুয়ারি ৫ তারিখে নির্বাচন অনুষ্ঠানে সিরিসেনার দেয়া আদেশও বাতিল করেন তারা।

এই আদেশের ফলে পার্লামেন্টে কার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তা পরীক্ষা করা যাবে। ২২৫ আসনের পার্লামেন্টে রাজাপাকসে বিক্রমসিংহের চেয়ে বেশি সদস্যের সমর্থন পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.