সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে পিআইডি’র মতবিনিময়

0

কারেন্ট টাইমসঃ সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে চট্টগ্রাম পিআইডি’র উদ্যোগে মতবিনিময় সভা আজ কাপ্তাই উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন।

সহকারী তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ বিষয়ের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক, শিক্ষা সহায়তা কর্মসূচির উপজেলা শিক্ষা অফিসার, ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পের উপজেলা বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী, এলজিইডি’র আবাসিক প্রকৌশলী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ, কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, নারী ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অন্যান্য প্রকল্প পরিচালকগণ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সরকারের উন্নয়নের ছোঁয়া সমাজের প্রতিটি জনগণের নাগালের মধ্যে পৌঁছে দিতে হবে। সেবা পাওয়ার ক্ষেত্রে জনগণের ভোগান্তি শুণ্যের কোটায় আনতে হবে। তারা বলেন, সকল সরকারি দপ্তরে ই-নথি কার্যক্রম গ্রহণ করায় জনগণের সেবা পাওয়া সহজ হয়েছে।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বলেন, সরকারের উন্নয়নের মূল হাতিয়ার শিক্ষা। সেজন্য সরকার মাল্টিমিডিয়া ক্লাসরুম, উপবৃত্তি, স্কুল ফিডিং, বিনামূল্যে বই বিতরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতসহ অগণিত উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে গুণগত শিক্ষা উপহার দিতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় মো. আজিজুল হক নিউটন বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। সকল দফতরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সাধারন মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের পূর্বেই তার কাংখিত লক্ষ্যে পৌছতে পারবে। মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক অংশীজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.