সাংসদের ছেলে হয়েছে বলে?

0

সিটিনিউজবিডিঃ  প্রায় ২মাস পরে গ্রেপ্তার হলেও  সাংসদের ছেলে বলে  পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। প্রায় ২মাস আগে গভীর রাতে রাজধানীর রাজপথে নেশাগ্রস্ত যুবকের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছিলেন, গত ১৩ এপ্রিল রাত পৌনে দুইটায় নিউ ইস্কাটনে। তখন একজন  অটোরিকশাচালক এবং একজন রিকশাচালক নিহত হন।

বখতিয়ার আলম রনি নামের এই যুবকের বয়স ৪২, মা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খান। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, ঘটনার সময় বখতিয়ার নেশাগ্রস্ত ছিলেন।

ডিবি পুলিশ বলেছে, বখতিয়ার ও তাঁর গাড়ির চালক ইমরান ফকিরকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুজনকেই গত ৩১ মে গ্রেপ্তার করা হয়। বখতিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার চার দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। ১ জুন তাঁর রিমান্ড আবেদন মঞ্জুর হলেও ‘অসুস্থতার’ কারণে তাঁকে হেফাজতে নিতে পারেনি ডিবি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.