সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন চরমপন্থি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম সঞ্জিত অধিকারী (৩৫)।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী তালার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পলাতক নেতা। তাঁর সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ আরো জানায়, গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জনযুদ্ধের আঞ্চলিক নেতা মোজাফফর সানার ঘনিষ্ঠ সহযোগী সঞ্জিত। তাঁর বিরুদ্ধে তালা থানায় কয়েকটি মামলা রয়েছে।

তালা থানার এসআই রইচউদ্দীন বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তার নেতৃত্বে একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া যাচ্ছিল। পথে তেঘরিয়া মোড়ে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল পুলিশের টহল দলটিকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এতে এসআই বাদশা আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। ওই সময় অন্যরা পালিয়ে যান। পরে সঞ্জিতকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.