সারাদেশে ২২ আগস্ট কোরবানির ঈদ

0

সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২২ আগস্ট সারা দেশ কোরবানির ঈদ বা ঈদুল আযহা উদযাপন করা হবে।

রবিবার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, ‘আজ (রবিবার) দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে ১৪৩৯ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ জিলহজ ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’

মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উৎসব বাংলাদেশে কোরবানি ঈদ এবং বকরা ঈদ নামেও পরিচিত। সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায় এদিন পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কোরবানি করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.