সীতাকুণ্ডে‘বন্দুকযুদ্ধ’ওসিসহ আহত ৯,গ্রেফতার ৪ ডাকাত

0

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওসিসহ ৯ পুলিশ আহত হয়েছে। গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার কাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে মডেল থানার পুলিশ পরিদর্শক শ্রী সুমন বনিক বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড (সার্কেল) শম্পা রানী সাহাকে জানালে ওসি দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় আত্নরক্ষার্থে পুলিশও গুলি বর্ষণ করে।

এসময় ডাকাতের হামলায় ওসি দেলোয়ার হোসেন, তদন্ত আফজাল হোসেন, ওসি ( অপারেশন) জাব্বারুল ইসলাম,এসআই মোঃ সুজায়েত হোসেন, এএসআই শহিদুল্লাহ, এসআই হারুনুর রশিদসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করে। আটককৃতরা হলো, মোঃ সোহাগ (৩৪) পিতা আবুল কাসেম, সাং মুছাপুর, ৪নং ওয়ার্ড, সন্দ্বীপ।

মোঃ সালাউদ্দিন (৩১) পিতা শফিউল আলম, সাং দক্ষিণ সলিমপুর, কাজীপাড়া, ৬ নং ওয়ার্ড।মোঃ কামরুল হাসান(২৬), পিতা ফকির আহাম্মদ, সাং উত্তর ফকিরপাড়া, সলিমপুর। রবিউল হাসান জুয়েল (২২) পিতা নুরুল হক,সাং ছোট তুলাগাঁও, থানা বরুড়া,কুমিল্লা,বর্তমান ফকিরহাট কালুশাহ মাজার, সীতাকুণ্ড। এছাড়াও অজ্ঞাতনামা আরো ১০/১২ জন ডাকাত পালিয়ে যায়।

এসময় ডাকাতদের কাছ থেকে পুলিশ একটি বিদেশী রকেট লাঞ্চার, একটি বিদেশী একনালা বন্দুক, একটি বিদেশি টু টু বোর রাইফেল, একটি দেশীয় তৈরী এলজি, ৮ টি রকেট লাঞ্চার সেল, ১৪ টি কার্তুজ,কাটার ১ টি, হাতুরী একটি, ৬ টি কোরাবারী, দুইটি লোহার সাবল,লোহার রড ৫ টিসহ ডাকাতি কাজে ব্যবহৃত মালামাল ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুুুুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা,

ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম,সার্জেন্ট সাইফুল ইসলাম ঘটনাস্থলে সহযোগীতা করেন। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় চুরি,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.