সৌদি মন্ত্রিসভায় রদবদল

0

সিটি নিউজ ডেস্ক : সৌদি আরবের মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুলাজিজ। সাবেক অর্থমন্ত্রী ইব্রাহিম আল-আসাফকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। আদেল আল জুবায়েরের স্থলাভিষিক্ত হবেন তিনি। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদেও পরিবর্তন এনেছেন সৌদি বাদশাহ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার এই খবর দিয়েছে।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর কঠোর আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে সৌদি সরকার। ওই সমালোচনার পরেই মন্ত্রিসভায় রদবদল আনলেন সৌদি বাদশাহ।

ন্যাশনাল গার্ডের প্রধান পদেও পরিবর্তন এনেছেন সৌদি বাদশাহ। রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহকে সরিয়ে ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজপুত্র আবদুল্লাহ বিন বন্দর বিন আবদুলাজিজকে। সৌদি আরবের রাজনৈতিক ও নিরাপত্তা কাউন্সিলেও রদবদল আনার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ।

জেনারেল সিকিউরিটি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল খালিদ বিন কিরার আল-হারবিকে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুসায়েদ আল আয়বানকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.