স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবেঃ এমপি নজরুল 

0

সিটি নিউজ, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের নিমিত্তে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন।

রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের অংশ হিসেবে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থানের সংকট নিরিসনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

স্টাফ কোয়ার্টার ভবনের উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতেয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতি ছিলেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিুবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ পৌর আ.লীগের আহ্বায়ক এম কাইছার উদ্দিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার বিগত ৫ বছরে জনগণের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার ব্যাপক কাজ করে গেছে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উন্নীত করা হয়। শিশুদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক দিয়ে এলাকার গরীব, দুঃস্থ রোগীদের সেবা দিয়ে গেছে।

এদিকে দুপুরে তিনি উপজেলার দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন, নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। একইদিন তিনি ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, ধোপাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও উত্তর ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী স¤প্রসারণ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল সালাম, মাষ্টার জাহাঙ্গীর আলম, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. মোরশেদুল আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অশোক বড়ুয়া, প্রধান শিক্ষক মো. ইসহাক, ডা. দুলাল কান্তি নাথ, শিক্ষক নুর মোহাম্মদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আবদুল মোনাফ, আবদুল কুদ্দুস, মোসলেম উদ্দীন, শাহ আলম, আবুল হোসেন মেম্বার, আবু ছিদ্দিক মেম্বার, ইউপি সদস্য যথাক্রমে আবু রাশেদ, বাবু বিকাশ বড়ুয়া, জয়নাল আবেদীন, কবির আহমদ, আবদুল জব্বার, শাহ আলম, মহিলা সদস্যা মমতাজ বেগম, রেহেনা আকতার, যুবলীগ নেতা আবদুল করিম, কৃষ্ণ চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা, টিএম সেলিম, বাহার উদ্দীন, এসএম মামুন, শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ রাসেল, ফরিদুল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.