হার্টের ব্যথা বোঝার উপায়

লাইফস্টাইল : বুকের হাড়ের নিচের দিকে বক্ষদেশের সাধারণত ব্যথা অনুভূত হয়। হৃৎপিণ্ড ব্যথা দুইপাশে অনুভূত হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এ ব্যথা বাম কাঁধে, বাম বাহুতে, ডান কাঁধে, ডান বাহুতে অথবা উভয় পাশের ঘাড়ের নিচের চিবুকে বা সোজাসুজি কাঁধের হাড়ের পেছনে ছড়িয়ে পড়ে।

যেকোনো অবস্থায় হার্টে অক্সিজেনের চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্য হওয়ায় হৃৎপিণ্ডের মাংসপেশির যন্ত্রণাকে এনজাইনা বলে। এর ফলে প্রচণ্ড ব্যথা হয় এবং হৃৎপিণ্ড সঙ্কুচিত হতে থাকে। দম বন্ধ হওয়ার উপক্রম হয়। অনেক রোগী পাকস্থলিতে বা বুকের হাড়ের পেছনে ভয়ঙ্কর জ্বালা অনুভব করেন। ফলে অনেক রোগী মনে করেন তারা পেটে গ্যাসের কারণে এ ব্যথা হয়েছে। বুকের হাড়ের নিচের দিকে বক্ষদেশের কেন্দ্রবিন্দুতে সাধারণত ব্যথা অনুভূত হয়। হৃৎপিণ্ড বাঁদিকে থাকলেও ব্যথা কখনো ডানপাশে অনুভূত হতে পারে।

কখনো কখনো বুকে ব্যথা না হয়ে কাঁধ, বাহু, চিবুক এমনকি পাকস্থলীর অভ্যন্তরে যন্ত্রণা অনুভূত হয়। এ সময় রোগী অত্যন্ত ভীত ও উদ্বিগ্ন বোধ করে। এ রকম হলে পরিশ্রম বন্ধ করে বিশ্রাম নেয়া উচিত। জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন জাতীয় ওষুধ ব্যবহারে এ ব্যথা কিছুটা দূরীভূত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.