হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি

রাঙ্গুনিয়ায় বাহোপের উচ্চতর বিজ্ঞান সেমিনার

0

সিটি নিউজঃ হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথির মাধ্যমে কম খরচে ও স্বল্প সময়ে বেশির ভাগ মানুষ চিকিৎসাসেবা পেতে পারেন। তাই দরিদ্র, স্বল্প আয়ের মানুষের আশাভরসার স্থল হোমিওপ্যাথি।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের (বাহোপ) রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে উচ্চতর বিজ্ঞান সেমিনারের বক্তারা উপরের কথা বলেন। গতকাল ২৩ নভেম্বর রাঙ্গুনিয়া শাখার সভাপতি ডা. হরি সাধন সাহার সভাপতিত্বে এবং অধ্যাপক ডা. শান্তি জ্যোতি বড়ুয়ার সঞ্চালনায় রানীরহাট আর বি এম উচ্চ বিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবন্ধ পাঠ করেন ডা. সমল চৌধুুরী শ্যামল।

এতে প্রধান অতিথি ছিলেন বাহোপ মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মৃদুল কান্তি দে, প্রধান বক্তা ছিলেন ডা. রনজিত কুমার বিশ্বাস, প্রধান আলোচক ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ডা. এম এ গণি, আলোকিত বক্তা ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক ডা. অসীম কুমার শীল, বিশেষ অতিথি ছিলেন রাউজান বাহোপের সভাপতি ডা. সুজিত কুমার পাল, বাহোপ হাটহাজারী উপদেষ্টা ডা. মো. লোকমান, বাহোপ উপদেষ্টা সুধীর চক্রবর্তী বিজয়, রাঙ্গুনিয়া পূজা পরিষদের সভাপতি ব্যবসায়ী নেতা বিভূতি ভূষণ সেন, সাংবাদিক কাঞ্চন মহাজন, ডা. অলক চন্দ্র দাশ ও মুক্তিযোদ্ধা ডা.বাদল বড়ুয়া।

আরও বক্তব্য রাখেন ডা. অজিত কুমার দাশ, ডা. শিপ্রা প্রভা মহাজন, ডা. মনোজ দত্ত, ডা. রানা দত্ত, ডা. এম এ করিম, ডা. কনোজ দত্ত, ডা. শাহাজালাল, ডা.বিজয় সেন তালুকদার, ডা.সনজিত দে, ডা. দীপক দে, ডা. অরুণ বড়ুয়া, ডা. বাদল শীল, ডা. গৌরপদ নাথ, ডা.ঝুন্টু কান্তি পাল, ডা. আবু তৈয়ব চৌধুরৗ, ডা. অরুণ দেবনাথ, ডা. প্রদীপ কুমার রায়, ডা.আবু মুছা চৌধুরৗ, ডা. মধুসূদন বণিক, ডা. পরাগ কান্তি দে, ডা.সমীর কুমার চৌধুরৗ, ডা. অধীর বড়ুয়া, ডা.স্বপন কুমার শীল, ডা. রুবি রানী ধর, ডা. কমল দাস প্রমুখ। পরে সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী সম্পূর্ণা সাহা, ডা. কনোজ দত্ত প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.