হ্নীলায় ৮০ লক্ষ টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার):  কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ৮০ লক্ষ টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস৷

জানাযায়, ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে উপজেলার দক্ষিণ হ্নীলা মৌজার লেদা এলাকায় ৪০শতক খাস জমি উদ্ধার করা হয়েছে৷ পশ্চিম লেদার আবুল মঞ্জুরের পুত্র প্রবাসী ছৈয়দ হোসন জনচলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে উক্ত খাস জমিতে বাউন্ডারী নির্মাণ করেছিল৷

উপজেলা ভূমি অফিস বিষয়টি জানতে পেরে উচ্ছদ পূর্বক সরকারী খাস জমিটি উদ্ধার করেছে৷ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, এসিল্যান্ড প্রণয় চাকমা৷ এসময় হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আবুল মনছুর, স্থানীয় সার্ভেয়ার সেলিমুদ্দিনসহ পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন৷ এদিকে সরকারী খাস জমি অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধার করায় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন৷

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.