৭ মার্চ শপথ নিচ্ছেন গণফোরামের সাংসদরা

0

সিটি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নেবেন।৭ মার্চ ঐতিহাসিক এদিন বেলা ১১টায় জাতীয় সংসদে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক চিঠি নির্বাচিত দুই এমপির কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে গণফোরামের দুই এমপি আগামী ৭ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্লাটফর্মে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন গণফোরামের মনসুর আহমেদ। অন্যদিকে মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে গণফোরামের প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

বিএনপি ও গণফোরামসহ আরও কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়। তবে ‘ব্যাপক ভোট ডাকাতির’ অভিযোগ এনে জোট নির্বাচনের ফলাফল বর্জন করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

ঐক্যফ্রন্টের আট এমপির অংশগ্রহণ ছাড়াই গত ৩০ জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

এদিকে গণফোরমের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা শপথ নিয়ে তাদের দল থেকে বহিস্কার করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.